Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভাসমূহ

১১নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়

কিশোরগঞ্জ সদর।

স্মারক নং-দানা/ইউপি/                                                                                                              তারিখ:  ২১-০৩-২০১৮ খ্রিঃ

 

মাসিক সভার নোটিশ

এই মর্মে দানাপাটুলী ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্য ও সদস্যাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭-০৩-২০১৮ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় মারিয়া ইউপি কার্যালয়ে মাসিক সভা আহবান করা হয়েছে।

উক্ত সভায় নিজ নিজ দায়িত্বে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। 

আলোচ্যসূচি-

১। গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২। চেয়ারম্যান সাহেবের ছুটি প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।  

৩। বিবিধ।

 

 

 

(হাজী সাখাওয়াত হোসেন দুলাল)

চেয়ারম্যান